তন্ময়ের বংশতালিকার ভিত্তি

আমার বংশতালিকার ভিত্তি সংস্কৃতে লেখা কয়েক ছত্ত্র কাগজ, বাঙ্লায় লেখা কিছু তালিকা, আর আমার এবং আত্মীয়স্বজনের স্মৃতি । এর ভিতর প্রথমটি এখানে উপস্থিত করলাম । এটি আমি বাবার কাছ থেকে পেয়েছি, এবং উনি এটা বিশ্বনাথের কাছ থেকে পেয়েছেন । বাকি তালিকা এখানে আর দিলাম না । সংস্কৃত লেখাটির বানান ভুল গুলো যথাসম্ভব এখানে তুলে ধরলাম । পৃষ্ঠা বিভাগ রেখা দ্বারা চিন্হিত ।

বেশীরভাগ লেখাটা একই হাতের লেখায় । যা অন্য হাতের তা { } বন্ধনির মধ্যে রাখলাম । ... মানে আমি পড়তে পারিনি, হয়ত কেটে বাদ দেওয়া হয়েছে । [ ] মানে পড়তে অসুবিধে হয়েছে, সন্দেহ আছে ঠিক পড়েছি কিনা ।


বেদগর্ভ তত্পুত্রো হেমগর্ভঃ, তত্পুত্রো রত্নগর্ভঃ ... কোমলাঙ্গঃ তত্পুত্রঃ শোভন তত্পুত্রঃ বিশোকঃ তত্প্... মাঙ্গলী তত্পুত্রঃ ষষ্ঠীবর তস্য পুত্রাত্রয়ঃ রোষাকর রশ্মিকর শিশুনামানঃ শিশুগাঙ্গোর্বভূবহ শে... রেবতিকোনামা ॥ রোষাকরস্য পুত্রাশ্চত্তারঃ শাঠো শাবো ধনো রাম, শাঠোপুত্র উদঃ তত্পুত্র শে... [তত্পুত্রো] গোবিন্দঃ তত্পুত্রো [জনমেজয়ঃ] তত্পুত্রাশ্চত্... ওউরসাত্রয় গাউ বাউশ্চ শঙ্করঃ পো... এক [পুরুশোত্তমঃ] গাউ শিবনামা, বাউ মুকুন্দপণ্দিতঃ শঙ্কর... দ্বৌ পুত্রৌ রঘুনাথ সার্ব্বভৌম ভট্টাচা... ...চক্রবর্ত্তীনৌ রঘুনাথস্য পুত্রঃ রামজীবন ভট্টাচার্... তত্পুত্রা পঞ্চ রামগোবিন্দবিদ্যালঙ্কারভট্টা... রামেশ্বর রামবল্লভ রাম রাঘবাঃ রাম... দ্বৌ পুত্রৌ শিবরাম চক্রবর্ত্তী গঙ্গারাম চক্রবর্ত্তী... শিবরামস্য পুত্রঃ রামভদ্রঃ তত্পুত্রৌ শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীরামৌ । গঙ্গারামস্য পুত্রঃ পঞ্চ র... রামগোপাল রামানন্দ রামশরণ রূপনারায়নাঃ । মোড়াকাঠীগ্রামস্থাঃ রামেশ্বরস্য দ্বৌপুত্রৌ বংশশুন্য... বভূবতুঃ ।


রামবল্লভস্য দ্বৌপুত্রৌ রঘুদেবতর্কালঙ্কার রামভদ্রচক্রবর্ত্তীনৌ ধূলগ্রামস্থৌ রঘুদেবস্য দ্বৌপুত্রৌ চন্দ্রশেখর বাচষ্পতি হরি চক্রবর্ত্তীনৌ রামভদ্রস্য পুত্রশ্চত্তার নারায়ণ মাধব রাজকিশোর সার্ব্বভৌম । রামশ্তারপাশাগ্রামস্থঃ তত্পুত্রাশ্চত্তরঃ মহাদেব শুকদেব জয়কৃষ্ণ মধুসূদনাঃ মহাদেবস্য দ্বৌ পুত্রৌ চন্দ্রশেখর রামকান্তৌ চন্দ্রশেখরস্য পুত্রৌ দ্বৌ আনন্দিরাম জনার্দ্দনবিদ্যালঙ্কারৌ রামকান্তো বারপাইকাগ্রামস্থস্তত্‍[পুত্রাঃ] রামচন্দ্রাদয়ঃ শুকদেবস্য পুত্রোনন্দরামঃ তত্পুত্রোজয়কৃষ্ণ... পুত্রৌ গঙ্গানারায়ণ রামনারায়নৌ গঙ্গনারায়নস্য পুত্রঃ প্রাণনাথদিঃ মধুসূদনস্য দ্বৌ পুত্রৌ শ্রীকান্ত পঞ্চানন রুদ্রচক্রবর্ত্তীনৌ শ্রীকান্তস্য পুত্রাঃ রামরত্ন রামদুর্লভাদয়, রাঘবস্য পুত্রাশ্চত্তার সূর্য্যদেব ছকাই রুদাই রাধাই সূর্য্যদেবঃ শীকারপুরগ্রামস্থঃ তত্পুত্রাত্ত্রয়ঃ কৃষ্ণদেবন্যায়বাগীশভট্টাচার্য্য জয়দেব হরিনারায়ণা কৃষ্ণদেবপুত্রাঃ শঙ্করা রামেন্দ্রাদয়ঃ তত্পুত্রঃ রামপ্রসাদঃ তত্পুত্রো রামকিশোর ॥ রুদাই রাধাই বাটাজোরগ্রামস্থাঃ ছকাই দ্বিভার্য্যঃ তস্য প্রথমায়াং পুত্রাঃ রামদাসন্যায়লঙ্কারবানীনাথ কৃষ্ণদাসাঃ দ্বিতিয়ায়াং রাজারাম রুদাই বংশশুন্য । রাধাই তত্পুত্রো রামজীবন কালীচরনৌ ॥


গোপীনাথ চক্রবর্ত্তীনঃ পুত্রৌ রামকৃষ্ণ পঞ্চানন ভট্টাচার্য্যা জয়রাম চক্রবর্ত্তীনৌ মোষকাঠীগ্রামস্থৌ রামকৃষ্ণ দ্বিভার্য্যঃ তস্য প্রথমায়া... [ত্র]য় পুত্রা শ্রীরামরত্নেশ্বরহরিরামা দ্বিতীয়ায়াং রতিরামবাচষ্পতি ভট্টাচার্য্যঃ রামদেবৌ ত[ত্র] শ্রীরামস্য পুত্রৌ রামনাথ তর্কবাগীশ রামচন্দ্রৌ রামনাথ পুত্রৌ রাঘবশঙ্করৌ উজিরপুরগ্রামস্থৌ রামচন্দ্র পুত্রো নন্দরাম তত্পুত্রো রাধাকান্ত ভার্ত্সাল গ্রামস্থঃ রত্নেশ্বর পুত্রঃ কৃষ্ণচন্দ্র সোনারামাঃ তত্পুত্রোশ্চত্তারনিঃসন্তান শ্রীধরমত্র সসন্তান শ্রীধর তত্পুত্রঃ দর্পনারায়ণঃ তত্পুত্র মাধবচন্দ্র সিদ্ধান্ত তত্পুত্রাশ্চত্তারশ্রীরামকৃষ্ণ, গোপালচন্দ্রশ্রীবিশ্বেশ্বরশ্রীকেদারনাথঃ । হরিরামস্য পুত্রঃ সুর্য্যদেবঃ জয়শ্রীগ্রামস্থঃ তত্পুত্র কৃষ্ণদাস সূর্য্যদেব বৈমাত্রেয ধনাই, তত্পুত্রো নন্দকিশোর চৈত্পুরস্থঃ । রতি[র]‍াম বাচষ্পতির্নবলানিবাসী তত্পুত্রঃ চাঁদ ভট্টাচার্য্যঃ তত্পুত্রো রঘুপতিনিমাই, নিমাই পুত্রঃ কমলাকান্তজয়নারায়ণৌ রামদেবপুত্র কাশীচন্দ্র তত্পুত্রৌ গোবিন্দ কৃষ্ণনাথৌ গোবিন্দপুত্রাঃ রামলক্ষণ ভরতা আদিমৌ শিকারপুরে ভরত্শ্চন্দ্রহারস্থঃ । কৃষ্ণনাথ প্রতাপনিবাসী নবলানিবাসিনঃ কমলাকান্তস্য পুত্রঃ পীতাম্বর তত্পুত্রঃ শ্রীহরিপ্রসাদ শ্রীগঙ্গাসাগরৌ । জয়নারায়ণ পুত্রঃ শ্রীনবকুমার ।


জযরামচক্রবর্ত্তীপুত্রাঃ কৃষ্ণরামন্যায়লঙ্কারশিবরাম সার্ব্বভৌমভট্টাচার্য্য জগ্ন্নাথ বলরামাঃ কৃষ্ণরামজগন্নাথৌ বংশশূন্যৌ শিবরামস্য পুত্রোগঙ্গাধরঃ তত্পুত্রোমুকুন্দ আগরপুরে বলরামপুত্রঃ রূপরামস্তত্পুত্রোরুদ্রশিকারপুরে ॥ রঘুনাথ সার্ব্বভৌম ভট্টাচার্য্য চক্রবর্ত্তীনৌ শ্রীমদ্বিক্রমপুরাত্ মোষকাঠিগ্রামে রাজ্ঞ রামচন্দ্রেন পুরুষোত্তমসহিতাবানিতৌ ॥ কৃষ্ণদাস চক্রবর্ত্তী বিক্রমপুরস্থঃ তত্পুত্রো রামানন্দ তত্পুত্রাস্ত্রয়ঃ রূপনারয়ণ চক্রবর্ত্তী কৃষ্ণদেব ন্যায়বাগীশ হরিরাম বাচষ্পতয়ঃ কৃষ্ণদেব পুত্রবিষ্ণুঃ হরিরাম পুত্রঃ রামভদ্রঃ রূপনারয়ন মহেশ্বর ন্যায়লঙ্কারঃ তত্পুত্রো রামচন্দ্রতর্কালঙ্কারঃ তত্পুত্রঃ রামদাস ভট্টাচার্য্যঃ চক্রবর্ত্তী তত্পুত্রাঃ বলরামতর্কভূষণ রঘুপতি রাজারাম রঘুত্তমাঃ গঙ্গারামস্য পুত্রাঃ পঞ্চ মোড়াকাঠী গ্রামস্থা পুর্ব্বেনোক্তা রঘুরামেত্যাদি তন্মধ্যে রঘুরামস্য পুত্রঃ রামরামতর্কপঞ্চানন বাইশাড়ীগ্রামস্থঃ তত্পুত্রাস্ত্রয় রামজয় ভট্টাচার্য্য রোমারাম সিদ্ধান্ত রামলোচন তর্কভূষণাঃ রামজয়স্য পুত্রঃ রামচন্দ্রবিদ্যাভূষণঃ তত্পুত্রাশ্চত্তারঃ নবকৃষ্ণভট্টাচার্য্য রাজকৃষ্ণভট্টাচার্য্য গোপীনাথ ভট্টাচার্য্য উমাশঙ্করবিদ্যারত্ন । নবকৃষ্ণস্য পুত্রৌ দ্বৌ —


কালীমোহন কালিপ্রসাদৌ কালীমোহনস্য পুত্রাঃ ...— রাজকৃষ্ণস্য পুত্রৌ দ্বৌ প্যারীমোহন রামকুমারৌ উমাশঙ্কর নিঃসন্তান । রোমারামস্য পুত্রঃ কৃষ্ণমোহনতস্য পুত্রঃ গোবিন্দ তস্য পুত্রাঃ কালীপ্রসন্ন দীনবন্ধু মদনমোহন সত্যচরণাঃ কালীপ্রসন্নস্য পুত্র রাসবিহারী তত্পুত্র রামকৃষ্ণ দীনবন্ধু নিঃসন্তান । রামলোচনস্য পুত্রঃ রামমানিক্য বিদ্যালঙ্কার তত্পুত্রৌ দ্বৌ হরচরণ সনাতন ভট্টাচার্য্যৌ (রাইশারী গ্রামস্থ) সনাতনস্য পুত্র অনু...

মোড়াকাঠীগ্রামস্থ রামগোপালস্য দ্বৌপুত্রৌ রামরুদ্র সিদ্ধান্ত কালীচরণৌ রামরুদ্রস্য পুত্রাঃপঞ্চ রামরত্ন বিদ্যাবাগীশ রতিরাম রতিকান্ত কাশীনাথ তর্কভূষণ শম্ভুনাথ বিদ্যালঙ্কারাঃ । কালীচরণস্য পুত্র গোপীনাথ তর্কবাগীশ তত্পুত্রৌ রাজকিশোর তিলকচন্দ্র বিদ্যাভূষণৌ রাজকিশোরস্য পুত্রঃ মোহন ভট্টাচার্য্য (নিঃসন্তান) মোড়াকাঠী গ্রামস্থা তিলকচন্দ্র বিদ্যাভূষণস্য পুত্র রামকুমারতত্পুত্রো রোণমতিগ্রামস্থ চন্দ্রকান্ত ।

রামরত্ন বিদ্যাবাগীশস্য পুত্র রামদুর্লভ তত্পুত্র রামকানাই বাচষ্পতি তত্পুত্রো বিশ্বেশ্বর (নিঃসন্তান) কাশীনাথস্য


পুত্রঃ আলোকচন্দ্রভট্টাচার্য্য তত্পুত্রাত্রয় কালীপ্রসন্ন অখিলচূড়ামণি মঙ্গলাঃ শম্ভুনাথস্য পুত্রৌ হরিনারয়ণ ন্যায়বাগীশ গৌরিনাথ তর্কবাগীশৌ হরিনারায়ণস্য পুত্রৌ কালীকুমার অম্বিকাচরণৌ কালীকুমারস্য পুত্রঃ শরত্কুমার তত্পুত্র অনুকুল তত্পুত্রৌ দ্বৌ অনিল সুনিলৌ । গৌরীনাথস্য পুত্রাঃশ্চত্তারদুর্গাচরণ, শ্যামাচরণ, গুরুচরণ শিরোমণি, বনমালী স্মৃতিরত্নাঃ গুরুচরণস্য পুত্রৌ সতীশ গুণেন্দ্রৌ । সতীশচন্দ্র চুড়ামণেঃ পুত্রৌ [সুধীর]হরিনাথৌ গুণেন্দ্রস্য পুত্রৈক বিশ্বনাথঃ বিশ্বনাথস্য পুত্রৌ দ্বৌ অসীম... জযকৃষ্ণৌ বনমালীস্মৃতিরত্নস্য পুত্রৌ দ্বৌ যামিনীনলিনৌ যামিন্যাঃ পুত্রৌ {চত্বারঃ ননী ফনি মণি চুনি চুন্যাঃ} {নলিন্যাঃ পুত্রৈকাঃ জীবন} অখিলচন্দ্রচূড়ামনেঃপুত্রাত্রয়ঃ অনন্ত গগন হারাণাঃ রতিরাম রতিকান্তৌ বংশশূন্যৌ বভূবতুঃ রূপনারয়ণবংশশূন্য রামানন্দ হরিত্পুর গ্রামস্থঃ রামশরণস্য পুত্র রামহরি বিদ্যাভূষণ তত্পুত্র গোপীকান্ত তত্পুত্র ব্রজমোহ[ণ] তত্পুত্রাস্ত্রয়ঃ আনন্দ মহাদেব বলরামাঃ আনন্দচন্দ্রস্য পুত্রঃ পূর্ণচন্দ্র ।

রামভদ্রস্য পুত্রৌ রামকৃষ্ণশ্রীশ্রীরামৌ রামকৃষ্ণস্যপুত্র রামগঙ্গাতত্পুত্র রামধনতত্পুত্রনবকৃষ্ণ[শ্]তত্পুত্রাশ্চত্তারঃ রাধানাথহরনাথদিননাথশ্রীনাথ


মোড়াকাঠীগ্রামস্থ শ্রীশ্রীরামস্য পুত্র কৃষ্ণচন্দ্রতত্পুত্র রামমুণি তত্পুত্র রাজচন্দ্র তত্পুত্র লক্ষণ তস্য দ্বৌ পুত্রৌ কার্ত্তিক নিকুঞ্জৌ ।

তারপাশাগ্রামস্থিত জনার্দ্দনবিদ্যালঙ্কারস্য পুত্রৌ দ্বৌ কৃষ্ণকিঙ্কর সার্ব্বভৌম রামগঙ্গা তর্কভূষণৌ কৃষ্ণকিঙ্করস্য পুত্র যুগলকিশোরসিদ্ধান্ত তস্য পুত্রৌ দ্বৌ শ্যামকিশোররসিকৌ শ্যামকিশোরস্য পুত্রৌ শীতলভজকৃষ্ণৌ রসিকস্য পুত্রৌ তারকসারসকান্তৌ রামগঙ্গা তর্কভূষণস্য পুত্র মৃত্যুঞ্জয় তত্পুত্র...[ঈ]শানচন্দ্র চক্রবর্তী । আনন্দিরামস্য পুত্রৌ দ্বৌ সদাশিবন্যায় পঞ্চানন রাজচন্দ্র তর্কালঙ্কারৌ । সদাশিবস্য পুত্র কালিদাস কালিদাসস্য পুত্রৌ পার্ব্বতীচরণ দেবীচরণৌ । পার্ব্বতীচরণস্য পুত্র রামধন চক্রবর্ত্তী রাজচন্দ্র চক্রবর্ত্তীনঃ পুত্রৌ দ্বৌ রামনাথ কৃষ্ণদাসৌ কৃষ্ণদাসস্য পুত্রাঃ গোবিন্দ চন্দ্র চক্রবর্ত্তী কাশীচন্দ্র ঈশ্বরচন্দ্র হরকুমার গোবিন্দস্য পুত্রৈক রামনাথস্য দ্বৌ পুত্রৌ ।


Valid HTML 4.0! Valid CSS!