Note by Yamini about Mani's birth
শ্রীমান্ মনিগোপাল ভট্টাচার্য্য 
জন্ম সন ১৩৪০ সাল ১৬ইমাঘ মঙ্গলবা...
পূর্ণিমা তিথিতে (দিবা ২২দণ্ড, ৫২পল, ২৭ বিপল গতে) 
মিথুন লগ্নে (পুষ্যা নক্ষত্রাশ্রিত কর্কটরাশিতে 
দেবগণ বিপ্রবর্ণ  (অষ্টোত্তরী চন্দ্রের দশায়) 

মনুর জন্মপত্রিকা

আজকাল মাঘ মাস ১৫–১৬ তারিখ নাগাদ শুরু হয়, এটা ৭২বছরে একদিন করে সরে। ১৩৪০ সালে মাঘমাস তাই ১৪–১৫ তারিখ নাগাদ শুরু হত। ১৬ই মাঘ তাই ২৯–৩০ তারিখ। ইংরাজি সালটা ছিল ১৯৩৪, সেই সালে মঙ্গলবার ৩০ তারিখ। ১৩৪০এর গুপ্তপ্রেশ পঞ্জিকা নেই, কিন্তু দৃক্‌শুদ্ধমতে কোলকাতায় মাঘীপূর্ণিমা (এবং আংশিক চন্দ্রগ্রহণ) ৩০তারিখ হয়েছিল। ওই সময়কার এক দিন মানে প্রায় ২৪ ঘন্টা (দৃক্‌শুদ্ধমতে ২৩ ঘন্টা ৫৯ মিনিট)। সেই হিসাবে ২২দণ্ড, ৫২পল, ২৭ বিপল হল সূর্য্যোদয়ের পর প্রায় ৯ ঘন্টা ৮ মিনিট ৩৬ সেকন্ড। দৃক্‌শুদ্ধমতে সূর্য্যোদয় ৬টা বেজে ৪৪ মিনিটে, তাই তোমার জন্মটা বিকেল ৪টার ৭–৮ মিনিট আগে, গুপ্তপ্রেশ মতে হয়ত ৫–১০ মিনিট আলাদা হতে পারে। এই সময় কোলকাতায় মিথুন লগ্ন চলছিল, আর ওই দিন চন্দ্র পুূষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে ছিল। তাই সবই মিলে যাচ্ছে।